রাত ৮টার পর শিক্ষার্থীদের বাইরে বের হওয়া নিষিদ্ধ!

মেহেরপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাত ৮টার পর বাড়ির বাইরে বের হতে পারবে না। ওই সময় পর তাদের বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার মেহেরপুর জেলা পুলিশের পক্ষে পৌর সাউন্ড সিস্টেম ও জেলা তথ্য অফিসের মাধ্যমে এই ঘোষণা প্রচার করা হয়। তবে যৌক্তিক কারণে শিক্ষার্থীরা বাড়ির বাইরে যাতায়াত করতে পারবে বলে বলা হয়েছে। যদি যৌক্তিক কারণ ছাড়া কোন শিক্ষার্থীকে বাড়ির বাইরে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও প্রচার করা হচ্ছে।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৮ এর পরের দিন এই ঘোষণা প্রচার করা হল।

মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান জানান, শিক্ষার্থীরা রাত ৮টার পর বাড়ির বাইরে থাকায় তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। অপরদিকে মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এ কারণেই রাতে তাদের বাড়ির বাইরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।