জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আর নেই!

শিরোনাম দেখেই আঁতকে উঠার কথা। কিন্তু সত্যি সত্যি মারা যাননি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তবে তাকে মৃত দেখিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মুক্তকোষ উইকিপিডিয়া। এরশাদের পেজে ২৪ জুন সকালে এ তথ্য প্রকাশ করা হয়েছিল। কিন্তু বিষয়টি উইকিপিডিয়ার প্রশাসকদের নজরে আসার পর কিছুক্ষণের মধ্যেই ওই তথ্যবিভ্রাট ঠিক করে ফেলা হয়।

উইকিপিডিয়ায় এরশাদের মৃত্যুর তারিখ হিসেবে দেখাচ্ছিল ২২ জুন, ২০১৮। বিষয়টি ঠিক করে দেওয়ার পর সার্চ ইঞ্জিন গুগলে এখনো এরশাদকে মৃতই দেখাচ্ছে। ২৪ জুন রাত সাড়ে ১০টার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুগলে এরশাদের মৃত্যু তারিখ দেখাচ্ছিল ২২ জুন, ২০১৮।

এ বিষয়ে জানতে চাইলে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব বলেন, ‘উইকিপিডিয়া সবাই সম্পাদনা করতে পারেন। কেউ হয়তো সম্পাদনা করে এ তথ্যবিভ্রাট তৈরি করেছিল। সঙ্গে সঙ্গেই সেটি ঠিক করা হয়েছে।

এখন যে ভুল তথ্যটি দেখা যাচ্ছে, সেটি গুগলে। গুগল আর উইকিপিডিয়া আলাদা। একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই।’

সুত্র: ভোরের পাতা