ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে মৃত্যু

ট্রেনের সাথে সেলফি তুলতে- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর উপর নির্মিত নতুন ভৈরব রেল ব্রিজ ও ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে আশুগঞ্জ রেল স্টেশনের কিছুটা দূরে ভৈরব ব্রিজের প্রথম স্প্যানের কাছে এই ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায় নি।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, মেঘনা নদীর উপর নির্মিত ভৈরব রেল ব্রিজের আশুগঞ্জ অংশের প্রথম স্প্যানের কাছে অজ্ঞাত যুবকটি ঢাকাগামী একটি ট্রেনের সামনে সেলফি তুলতে যায়। এসময় অসাবধানতাবশত যুবকটি ট্রেনের ধাক্কায় মারা যায়।

খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে যুবকটির মরদেহ উদ্ধার করে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।