সন্তান প্রসবের পর স্কুলছাত্রীর সাথে আ’লীগ নেতার ছেলের বিয়ে

সন্তান প্রসবের পর- টাঙ্গাইলের সখীপুরে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী সন্তান প্রসবের তিন দিন পর গ্রাম্য সালিশের মাধ্যমে বিয়ে করেছেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ছেলে। ওই স্কুলছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জায়েদা মার্কেট এলাকায় এ বিয়ে অনুষ্ঠিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ওই স্কুল ছাত্রীর সঙ্গে সালিশের মাধ্যমে জাহিদ হাসানের বিয়ে হয়। জাহিদের বাবা ওয়াহেদ আলী ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জাহিদ হাসানের সঙ্গে ওই স্কুল ছাত্রীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্বা হয়ে পড়লে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে পরিবারের চাপে সম্পর্ক অস্বীকার করতে চায় জাহিদ। পরে গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ছাত্রী এক কন্যা সন্তানের জন্ম দেয়। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার ও এলাকাবাসী জাহিদের পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন।

সন্তান প্রসবের পর এলাকাবাসীর চাপে ও মামলার ভয়ে ওই ছাত্রীকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে বাধ্য হয় জাহিদের পরিবার। বৃহস্পতিবার স্থানীয় মাতাব্বরদের উপস্থিতিতে পাঁচ লাখ টাকা দেন মোহরের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রার করা হয়।

দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যন আনছার আলী আসিফ ঘটনার সত্যতা স্বীকার বলেন, বিষয়টি স্থানীয়দের উপস্থিতিতে সামাজিকভাবে মীমাংসা করা হয়েছে।

এ বিষয়ে জাহিদের বাবা ওয়াহেদ আলীর কাছে জানতে চাইলে তিনি বিয়ে মেনে নেওয়ার কথা স্বীকার করেন।