পরিবার স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে শহরের মানুষ এখন গ্রামের দিকে ছুটছে। ঈদযাত্রার চতুর্থ সকাল থেকেই রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে নেমেছে মানুষের ঢল।
প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দ ছিলো তাদের চোখে মুখে। তবে তাদের চিন্তার বিষয় একটাই- মহসড়কে যানজট পোহাতে হয় কি-না?
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দিন-রাত কাজ করছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় প্রধানমন্ত্রী কী করে নির্ভার থাকেন? শঙ্কা তারও। তার নির্দেশ, ঘুরমুখো মানুষের যেনো কোনো ভোগান্তি না হয়।
মঙ্গলবার রাতে কানাডা সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরেই রাতেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে জানতে চেয়েছেন, মহাসড়কের অবস্থা কী?
বুধবার রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনে এসে সে কথা নিজেই জানিয়েছেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, মধ্যরাতে দেশে ফিরেই প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞাসা করলেন, মহাসড়কের অবস্থা কী? আমি বলেছি- নেত্রী, অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো। কোনো যানজট নেই। ঘরমুখো মানুষের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক।