মলির মননশীলতা

ডা. এম এস মলি রেজা। পেশায় চিকিত্সক এই নারীর টিভি পর্দার সামনে ও পেছনে সমানভাবে কাজ করে যাচ্ছেন। ২০১৫ সাল থেকে দেশ টিভিতে উপস্থাপনা করে আসছেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘স্বাস্থ্যকথা’ ও ‘গুড হেলথ’। একাধারে উপস্থাপিকা, চিকিত্সক ও পাবলিক হেল্থ বিশেষজ্ঞ এই গুনী নারী মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও ভিকারুন নিসা নূন কলেজ থেকে এইচএসসি পাস করে ২০০৬ সালে চিকিত্সক হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হোন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে। ২০১৩ সালের জুলাই মাসে এইচএমও, অনারারী মেডিক্যাল অফিসার হিসেবে কাজ করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরবর্তীতে ঢাকা কমিউনিটি মেডিক্যাল কলেজে প্যাথলজি লেকচারার হিসেবে কাজ করেন।

সব সময় স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চাওয়া মলি, পরবর্তীতে পরিবারকে সময় দেওয়ার জন্য গাইনী বিশেষজ্ঞ হননি। কাজ করা শুরু করেন সানোফি বাংলাদেশে মার্কেটিং রিসার্চার হিসেবে। কাজের পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি থেকে ২০১৭ সালে এমফিল শেষ করে ফুড এন্ড নিউট্রেশন-এর উপর পিএইচডি করেন। তার পিএইচডির বিষয়, গর্ভকালীন মায়ের খাদ্য ও পুষ্টি। বর্তমানে তিনি থিসিস-এর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ডা. মলি সাংবাদিকতাও করছেন সমান তালে। ২০১৫ সালের আগস্ট মাস থেকে ‘বাংলাদেশ প্রতিদিন’-এর স্বাস্থ্য বিষয়ক ফিচার লেখক হিসেবে কাজ করছেন। সংবাদপত্রে নিয়মিত মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক নান রোগ, সমস্যা, সমাধান, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিচ্ছেন।

এত কাজ এত সফলতা সবকিছুর পেছনে বড় অনুপ্রেরণা স্বামী ব্যারিস্টার আসিফ রেজা আবেগ। যারা মলির মতো হতে চান তাদের জন্য ডা. মলির পরামর্শ— জীবনে চলার পথে নানা বাধা আসবে। মন খারাপ না করে সব বাধা অতিক্রম করতে হবে। মন থেকে কোনো কিছু করার প্রবল ইচ্ছা থাকতে হবে, হাজার বাধা আসলেও হাল ছাড়া যাবে না। পরিবারকে বুঝিয়ে আপনার কাজগুলো করুন। ডা. মলির ভবিষ্যত্ পরিকল্পনা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডব্লিউএইচও-তে কাজ করা।