অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদা জিয়া অজ্ঞান হওয়ার খবর সঠিক নয়। বরং রোজার কারণে তার শরীরের সুগারের পরিমাণ কমে গিয়েছিলো।
গত ৫ জুন উনার সুগার লেভেল নেমে গিয়েছিল। রোজার দিনে ইফতারের আগে। তাই তিনি দাঁড়ানো থেকে ঘুরে গিয়েছিলেন। পরে চকলেট খাইয়ে তাকে ঠিক করানো হয়। রোববার কুমিল্লার নাশকতার এক মামলার শুনানি শেষে দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, কুমিল্লার একটি মামলার শুনানি ছিলো। আজ আদালত কিছু সময় শুনানির পর আদালত আবার মুলতবী করেন।
শুনানিকালে আদালতকে আমরা জানিয়েছি, খালেদা জিয়ার অজ্ঞান হ্ওয়ার বিষয়টি সঠিক নয়। বরং তিনি রোজা রাখার কারণে তার সুগারের কমে গিয়েছিলো। এই বয়সে তার ডায়বেটিস আছে।
গত ৫ জুন ইফতারের আগে তার সুগার লেভেল ফল করে। ৫ থেকে ৬ মিনিট তিনি অজ্ঞান ছিলেন এটা সঠিক নয়। তিনি অজ্ঞান হননি; দাঁড়ানো থেকে একটু ঘুরে গিয়েছিলেন। পরে চকলেট খাওয়ানোর পর তার সুগার ঠিক হয়ে যায়।
মাহবুবে আলম বলেন, শুধুমাত্র জামিন নেওয়ার ক্ষেত্রে সহানূভূতি পেতে বিএনপির আইনজীবীরা মিথ্যাচার করছে।
কারাগারের সকল বন্দিদের বিষয়ে সিভিল সার্জন ও পুলিশের আিইজি অবশ্যই জানতো। আমি মামলার শুনানির আগে আইজির সাথে কথা বলেছি, তিনি বলেছেন, খালেদা জিয়া অজ্ঞান হওয়ার কথাটি সঠিক নয়। বরং রোজার কারণে তার সুগার কমে গিয়েছিলো।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।