ফিটনেসবিহীন গাড়ি বন্ধে বাংলাদেশ সড়ক ব্যবস্থাপনা অথরিটি-বিআরটিএ’কে ভৎর্সনা করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে রাজধানীর এলেনবাড়িতে বিআরটিএ’র কার্যালয়ে ঈদের প্রস্ততিমূলক সভায় তিনি এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিভিন্ন গ্যারেজই এসব গাড়ির উৎস উল্লেখ করে জরুরি অভিযান চালাতে নির্দেশ দেন মন্ত্রী।
পুলিশকে উদ্দেশে করে ওবায়দুল কাদের বলেন, আপনাদের নাকের ডগা দিয়ে গ্যারেজগুলোতে ফিটনেসবিহীন গাড়ি তৈরি হচ্ছে। আপনারা কিন্তু কেউ নজর দেন না।
এ বিষয়ে তিনি বলেন, বিআরটিএও নাকে তেল দিয়ে ঘুমায়। কোনো গ্যারেজে বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট গেছে বলে আমি জানি না।
মন্ত্রী বলেন, লোক দেখানো অভিযান দেখিয়ে লাভ নেই। আমি লোক দেখানো অভিযান দেখতে চাই না। যেটা কার্যকর হবে এমন অভিযান চাই।
এ সময় তিনি বলেন, গত কয়েকবছরের তুলনায় মহাসড়কের অবস্থা অনেক ভালো। ঈদের সময় সড়কে যানজট হবে না। দুর্ঘটনা প্রতিরোধে ঈদের ৩ দিন আগে থেকে মহাসড়কে সবধরণের ভারী যান চলাচল বন্ধ থাকবে।
এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি চালানোর সময় চালকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।