কাতারের দোহা থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ১৭০ জন যাত্রী।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানটি পৌঁছানোর কথা থাকলেও তা পৌঁছে রাত ১১টায়। এ সময় বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তাদের কেউ না থাকায় ওই ১৭০ জন যাত্রীকেই একটি কাঁচের ঘরে আটকে রাখা হয়। অবশ্য পরে যাত্রীদের চিৎকার-চেঁচামেচিতে তাদের ছেড়ে দেওয়া হয়।
ওই বিমানের এক যাত্রী চট্টগ্রামের রাউজানের বিনাজুরি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম কামরুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, যাত্রী ইমিগ্রেশনের কাজ শেষ করার পর দেখি আমাদের কাঁচের একটি ঘরে ঢুকিয়ে বাহির থেকে লক করে দেয়া হয়েছে। পরে জানানো হলো কাস্টমস কর্মকর্তাদের কেউ নেই। তাই এখানেই বন্দি থাকতে হবে ১৭০ যাত্রীকে। ভোরে কাস্টমস কর্মকর্তা এলে চেকিং করে তারপর ছাড়া হবে।
এই যাত্রী আরো বলেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দরে এ ন্যাক্কারজনক ঘটনায় আমরা হতভম্ব হয়ে পড়ি। তাদের এ আচরণ কতটা দায়িত্বহীন ও ন্যাক্কারজনক তা বলার অপেক্ষা রাখে না। পরে যাত্রীরা সকলে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এক পর্যায়ে তারা দরজা খুলে দেয়। এরপরই সকল যাত্রী একে একে কোনো ধরনের তল্লাশি ছাড়াই নিজ গন্তব্যের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন।