পায়ুপথে স্বর্ণের বার, বেনাপোলে যুবক আটক

পায়ুপথে স্বর্ণের বার নিয়ে ভারতে প্রবেশের সময় বেনাপোল চেকপোস্ট থেকে পাসপোর্টধারী এক বাংলাদেশি যুবককে আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটক মহিউদ্দিন ভূইয়া (৩৫) কুমিল্লা জেলার তিতাস উপজেলার বড়াইকান্দি গ্রামের শাহরিয়া ভূইয়ার ছেলে।মঙ্গলবার (০৫জুন) সকালে বেনাপোল চেকপোস্টের শুন্যরেখা থেকে তাকে আটক করা হয়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের ডিসি সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বেনাপোল কাস্টম চেকপোস্ট ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারত প্রবেশের সময় মহিউদ্দিনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। তবে মহিউদ্দিন কোনোভাবেই তার কাছে সোনা থাকার কথা স্বীকার করছিলেন না।”

“পরে মহিউদ্দিনকে একটি হাসপাতালে নিয়ে এক্সরে করানো হয়।রিপোর্টে তার পায়ুপথে ১২টি অস্তিত্ব ধরা পড়ে।”স্বর্ণগুলোর ওজন এক কেজি তিনশ ২০ গ্রাম; যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচারের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।