হার্দিকের সঙ্গে এলি আব্রামের কি বিচ্ছেদ হয়ে গেল? ২২ গজের তারকা হার্দিকের সঙ্গে কি সম্পর্ক আর স্থায়ী হল না এই নায়িকার?
সম্প্রতি নাকি এলি অব্রামের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে হার্দিকের। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু জানা না গেলেও, গুঞ্জন কিন্তু শুরু হয়েছে।
প্রসঙ্গত, দাদা ক্রুনাল পান্ডিয়ার বিয়ের সময় এলি আব্রাম এবং হার্দিক পান্ডিয়ার ছবি ভাইরাল হয়। যেখানে হার্দিকের দাদা ক্রুনাল পান্ডিয়া এবং বউদির সঙ্গে দেখা যায় এলিকে। এমনকী, হার্দিকের পরিবারের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় বলিউড নায়িকাকে। যে ছবি প্রকাশ্যে আসার পর পরই তা ভাইরাল হয়ে যায়।
শুধু তাই নয়, মুম্বই বিমানবন্দরেও এলি আব্রাম এবং হার্দিক পান্ডিয়াকে একসঙ্গে দেখা যায়। তবে হার্দিক এবং এলিকে যাতে একসঙ্গে দেখা না যায়, তার জন্য পাপারাত্জির সামনেও আসেননি এলি। গাড়ির কাঁচ উঠিয়েই হার্দিককে বিদায় জানান তিনি। কিন্তু, বিষয়টি সংবাদমাধ্যমের পাতায় উঠে আসতেই তা ভাইরাল হয়ে যায়।