কনসার্টে সন্ত্রাসী হামলায় আহত ভক্তদের চিৎকার এখনো যেন কানে লাগে সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের। বছর পেরোলেও ভুলতে পারছেন না দুঃসহ সেই স্মৃতি। আরিয়ানা ভুগছেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার রোগে। ভোগ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি উঠে এল শিল্পীর কথায়। ব্রিটিশ ভোগ সাময়িকীর এবারের প্রচ্ছদ কন্যা হয়েছেন আরিয়ানা গ্রান্ডে। তাঁদের কাছেই মন খুলে আরো