যৌন হয়রানির অভিযোগে হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে মামলা করেছিলেন অভিনেত্রী অ্যাশলে জাড। এর জের ধরে এখন আটক আছেন হার্ভি। আদালতে মামলার শুনানিতে তাঁর আইনজীবীদের দাবি, যৌন হয়রানির কোনো ঘটনা ঘটেনি। একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পেলে অ্যাশলেকে স্পর্শ করতে পারবেন হার্ভি—এমন চুক্তি করেছিলেন এ অভিনেত্রী। বার্তা সংস্থা এএফপির খবরে আরো