সালাহকে ছাড়া কী দশা হবে মিসরের দেখলো ফুটবলবিশ্ব
বিশ্বকাপের প্রীতি ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামতে পারনেনি মিসরের মোহাম্মদ সালাহ। আর তিনি না থাকলে কী হয়, তাও দেখলো ফুটবলবিশ্ব। মিসরীয় দলের পোস্টার বয়, ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোলদাতা চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। আর তার অনুপিস্থিতিতে অসহায় মিসরকে ৩ গোলে হারালো বেলজিয়াম। রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড এবং ফেলাইনি একটি আরো