অভিনয়ের শুরু থেকেই তার গ্ল্যামারের ঝলকানি। ছোট পোশাক, অনস্ক্রিন বোল্ড সিন-এ সব যেন তার ট্রেডমার্ক। তিনি মল্লিকা শেরাওয়াত। ২০০৪-এ ‘মার্ডার’ ছবি দিয়েই প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু এই সিনেমার পরই তার গায়ে লেগে যায় এক বিশেষ ছাপ। অনেকেই নাকি ভেবে নিয়েছিলেন, খুব সহজে আপোষ করতে পারেন মল্লিকা। কিন্তু তার বলিউডি জার্নির আরো