প্রেম থেকে বিয়েতে দুই পরিবারের অমত থাকায় অদ্ভুদ কাণ্ড ঘটিয়ে বসলেন প্রেমিক যুগল। সাইবার ক্যাফেতে গিয়ে দু’জনই বিষপান করেন। এরপর সেই যুগলকে আইসিউতে নেওয়া হয়। সেখানেই পরিবারের ইচ্ছায় বিয়ে হয় তাদের। ভারতের হরিয়ানার হিসার জেলায় এ ঘটনা ঘটেছে। জনসত্তা.কম নামের এক সংবাদ মাধ্যমে জানানো হয়, ওই জেলার পিরানওয়ালি গ্রামের বাসিন্দা আরো