কদিনের উজ্জ্বল রোদের পর মস্কোর আকাশে আবার ফিরে এসেছে মেঘ। কাল দুপুর থেকেই মেঘের ওড়াউড়ি। রোদ-ছায়ার লুকোচুরিতে কত রং ভাসছে। কখনো নীল, কখনো ধূসর, কখনো বৃষ্টির বার্তা নিয়ে সজল কালো মেঘ। তবে আজ আকাশ যদি বৃষ্টিও ঝরায় লুঝনিকিতে, রঙের বাহার থামবে না। সন্ধ্যায় ফ্রান্সের নীল-লাল-সাদা হবে লুঝনিকি স্টেডিয়ামের ছোট্ট আকাশ, আরো
বিশ্বকাপ ফাইনালে পৌঁছার উৎসব কীভাবে করতে হয়, ওদের ঠিক জানা নেই। বার বার ফাইনাল খেলে অভ্যস্ত জার্মান, ব্রাজিলীয় কিংবা ইতালিয়ানরা হলে কথা ছিল। উৎসবটা কীভাবে শুরু করতে হয় আর কীভাবে শেষ, ওদের খুব ভালো করেই জানা। কিন্তু ৪১ লাখ মানুষের ছোট্ট এক দেশ ক্রোয়েশিয়া! ফুটবলের উঠুনে নিজ নামে যাদের পদচারণা আরো