ছোট্ট পাইলট তিমির পেটে এত প্লাস্টিক!
পানিতে ভেসে বেড়ায় অসংখ্য প্লাস্টিকের ব্যাগ। খাবার মনে করে অথবা খাবারের সঙ্গে সেগুলোই খেয়ে ফেলত পাইলট তিমিটি। একটি-দুটি করে তার পেটে জমা হয় ৮০টি প্লাস্টিকের ব্যাগ। এতগুলো প্লাস্টিকের ব্যাগ গিলে ফেলায় পাইলট তিমিটি আর কিছু খেতে পারছিল না। অনেক চেষ্টা করেও সেটিকে বাঁচানো গেল না। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে। আরো