‘মা তোর সাথে মিশতে মানা করছে, তুই ডিভোর্সী’ প্রকাশঃ 11-07-2018, 2:31 pm | সম্পাদনাঃ 11-07-2018, 2:31 pm এখন আমাকে নখ বড় রাখার জন্য খাচ্চর নামক শব্দ টা শুনতে হয় না। এখন আমার একটু দেরিতে ঘুম ভাঙ্গলে শুনতে হয় না আমার বাবা মা আমাকে কিছু শিখায় নি। এখন আমার জর আসলে কেউ বলে না বেড়াইম্মা মাইয়া বৌ করে ঘরে আনছি। এখন আমি ভাত রান্না করতে গেলে কেউ এসে আরো