২৭ জুলাই যে কারণে চাঁদকে লাল দেখা যাবে
প্রায় প্রতিবছরই রহস্যময় চাঁদ-চাঁদোয়ার বাহারে বিশ্ববাসীর নজর কাড়ে। ব্লু মুন, ব্ল্যাক মুন, স্ট্রবেরি মুন, হারভেস্ট মুন, এপিজে মুন, ব্লাড মুন কিংবা লুনার মুন, নানা নামে চাঁদ তার সৌন্দর্যের মহিমা ছড়ায়। এই মাসে পৃথিবীর আকাশে দেখা যাবে ২১ শতকের দীর্ঘতম লুনার মুন বা লাল চন্দ্রগ্রাস। ‘লাল শাড়ি পরে আকাশে উঁকি দেয় আরো