‘গোল্ডেন বল’ মদ্রিচেরই, ‘বুট’ হ্যারি কেনের
অনেকবার বলেছেন, ব্যালন ডি’অর নিয়ে চিন্তিত নন তিনি। তার ভাবনায় শুধু বিশ্বকাপ। এবং শেষে বলেছেন, বিশ্বকাপ জিততে পারলে আর কি লাগে? কিন্তু সেই বিশ্বকাপটা জেতা হলো না ক্রোয়াট রূপকথার মহানায়ক লুকা মদ্রিচের। রোববার রাশিয়া বিশ্বকাপে মস্কোতে ফাইনালে ফ্রান্সের কাছে তার দল ৪-২ গোলে হেরে হয়েছে রানার্স আপ। তবে পুরো টুর্নামেন্টে আরো