শখের ঈদ ব্যস্ততা
পর্দায় এখন অনেকটা অনিয়মিত আনিকা কবির শখ। পর্দায় তার সেভাবে দেখা নেই। তবে ঈদে ঠিকই পর্দায় থাকবেন তিনি। ঈদে কয়েকটি নাটকে দেখা যাবে তাকে। এর মধ্যে জাহিদ হাসানের সাথে জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদে বৈশাখী টেলিভিশনের ৭ পর্বের ধারাবাহিক মিস আমলাপাড়া ২০১৮। জাকির হোসেন উজ্জলের রচনা আরো