আজ সোমবার ৪৪-এ পড়লেন করিশ্মা কাপুর। ‘রাজা হিন্দুস্থানি’, ‘গোপি কিষণ’, ‘জুড়ুয়া’, ‘হিরো নম্বর ওয়ান’, কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট সিনেমা তাঁর ঝুলিতে। যেমন তাঁর অভিনয়, তেমনি তাঁর রূপের ছটা। সবকিছু মিলিয়ে নব্বইয়ের দশকের মতই এখনও যেন আট থেকে আশির হৃদয়ে ঝড় তোলেন কাপুর কন্যা। কিন্তু, কেরিয়ার যা-ই হোক আরো