চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল মারা গেছেন

সংগীতশিল্পী এ কে রাতুল
চিত্রনায়ক জসীমের ছেলে ওন্ড ব্যান্ডের সংগীতশিল্পী এ কে রাতুল

প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে ও ওন্ড ব্যান্ডের ভোকাল ও বেজিস্ট এ কে রাতুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া। বিস্তারিত পড়ুন।

চিত্রনায়ক জসীমের ছেলে ওন্ড ব্যান্ডের সংগীতশিল্পী এ কে রাতুল মারা গেছেন।

জিমে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ কে রাতুল। দেশের জনপ্রিয় ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট এবং বেজিস্ট এ কে রাতুল।আজ রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন প্রয়াত চিত্রনায়ক জসীমের সন্তান।

জিমে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়

ঘটনাটি ঘটে রাজধানীর উত্তরার একটি জিমে। রাতুল জিমে ব্যায়াম করছিলেন, হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত লুবানা হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা এক ঘণ্টা চেষ্টা করার পর রাতুলকে মৃত ঘোষণা করেন।

দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া

সংগীতজগতে রাতুলের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। জনপ্রিয় ব্যান্ড ওন্ড তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে:

“দেশের অন্যতম প্রতিভাবান মিউজিক প্রোডিউসার, ওন্ড-এর বেজিস্ট-ভোকালিস্ট এ কে রাতুল ভাইয়ের আকস্মিক ও অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

সংগীতজগতে রাতুলের অবদান ও ওন্ড ব্যান্ডের উত্থান

২০১৪ সালে ওন্ড ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ প্রকাশের মধ্য দিয়ে রাতুলের সংগীত যাত্রা শুরু হয়। ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর থেকেই ব্যান্ডটি তরুণদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করে।

এ কে রাতুল কেবল একজন গায়কই ছিলেন না; তিনি একজন দক্ষ মিউজিক প্রোডিউসার হিসেবেও সমাদৃত ছিলেন। বাংলাদেশের অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অসাধারণ অবদান রয়েছে।

    •  নাম: এ কে রাতুল

    •  পিতা: চিত্রনায়ক জসীম (প্রয়াত)

    •  ব্যান্ড: ওন্ড

    •  পরিচিতি: ভোকালিস্ট ও বেজিস্ট

    •  মৃত্যু: ২৭ জুলাই, বিকেল সাড়ে ৩টা

    •  অবস্থান: উত্তরা, ঢাকা

    •  কারণ: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু