মানিকগঞ্জ-৩ আসনে ফের স্বাস্থ্যমন্ত্রীর জয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মোট ৭২ হাজার ৯৭৮ বৈধ ভোটের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক পেয়েছেন ৬৭ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুল ইসলাম খান কামাল উদীয়মান সূর্য প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৯৩ ভোট এবং জাতীয় পার্টির জহিরুল আলম রুবেল লাঙ্গল মার্কায় ভোট পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের গড়পাড়া নিউ মডেল হাই স্কুল কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় জাহিদ মালেক বলেন, গেল এক মাস শান্তিপূর্ণ পরিবেশে নেতাকর্মী ও সাধারণ মানুষ আনন্দ উৎসাহ নিয়ে প্রচার-প্রচারণা করেছে। সেখানে নৌকা প্রতীকে ব্যাপক সাড়া পেয়েছি। সারাদেশের মতো মানিকগঞ্জ-৩ আসনেও অনেক উন্নয়ন হয়েছে।

প্রসঙ্গত, রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন হয়েছে ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দাবি করেছেন নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। বিদেশি পর্যবেক্ষকদের বড় অংশই বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে তারা ভোটার উপস্থিতি নিয়ে অসন্তোষ জানিয়েছে।

ইতোমধ্যে অনেক আসনের ফল আসা শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে রয়েছে। এরপর রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ে ফলাফলে এগিয়ে আছেন সারা দেশের স্বতন্ত্র প্রার্থীরা। যারা ঈগল, ট্রাক, কেচি ও কেটলি প্রতীকে নির্বাচন করেছেন।