সাকিবকে অধিনায়ক করা নিয়ে যা জানালেন বিসিবি সভাপতি

হঠাৎ করে তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ছাড়ায় নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে বিসিবিকে। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসর সামনে থাকায় দ্রুতই টাইগারদের নতুন অধিনায়ক চূড়ান্ত করতে হবে ক্রিকেট বোর্ডকে। শনিবার (৫ আগস্ট) আবাহনী ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে কথা বলেন পাপন।

অনেকের মতো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও মনে করেন, অধিনায়ক হিসেবে অন্যদের চেয়ে সাকিবই এগিয়ে। যদিও সাকিব আরও দুই বছর ক্রিকেট খেলবেন কি না সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

সাকিবের অধিনায়ক ইস্যুতে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো আবশ্যিক পছন্দ। আপনি কি বলতে পারেন আরও দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে অধিনায়ক করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’

সাকিবকে অধিনায়কের দায়িত্ব দিতে চাইলে সেক্ষেত্রে তিনি রাজি হবেন কি না সে প্রশ্নও থেকে যায়। এ সম্পর্কে পাপন বলেন, ‘এখন পর্যন্ত পছন্দ ঠিক করিনি। কারণ ঠিক করার আগে ওদের সঙ্গেও কথা বলতে হবে। অনেক সময় অনেক প্লেয়ারকে বললে, সে নাও রাজি হতে পারে।’