২-১ গোলে শেষ হলো ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াই

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। রোববার স্থানীয় সময় বিকাল ৪টা আর বাংলাদেশ সময় রাত ৩টায় অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুললো আর্জেন্টিনা।

এর আগে গ্রুপ পর্বে দু’দলের শেষ ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও এবার ব্রাজিলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে ছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। এছাড়াও অন্য দলগুলো হলো উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু।

খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে ব্রাজিলের ফুটবল। কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর পুঁচকে দলগুলোর সঙ্গেও নাকাল হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত ডিসেম্বরের পর মরক্কো ও সেনেগালের মতো দলের কাছেও হেরেছে ব্রাজিল।

এমনকি বিশ্বকাপ শেষে এখন পর্যন্ত পূর্ণ মেয়াদে কোনো কোচও নিয়োগ দিতে পারেনি তারা। যে নেইমারের ওপর গত প্রায় এক দশক ধরে ভরসা করে আছে ব্রাজিলের ফুটবল, তার বয়স ও ফিটনেস ইতিবাচক কোনো বার্তা দিতে পারছে না।

এমন পরিস্থিতিতে ব্রাজিলের দরকার নতুন কোনো ত্রাতা। ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোরা এরই মধ্যে নিজেদের সম্ভাবনা জানান দিয়েছেন। সে দলে এবার যোগ দেওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে ভিতর রকিরও। তার জন্য ৪০০ কোটি টাকা খরচ করতে প্রস্তুত হয়েছে বার্সেলোনাও। কিন্তু ১৮ পেরোনো রকির মধ্যে এমন কী আছে, যার পেছনে বার্সা এত টাকা খরচ করতে রাজি?

ফুটবলের নতুন পেলে কিংবা নতুন ম্যারাডোনার আগমনের কথা একসময় বেশ শোনা যেত। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উত্থানের পর সেই রব অনেকটাই কমে আসে। তবে এখন এসে কৈশোর পেরোনোর তারকাদের মধ্যে পড়ন্ত বেলায় থাকা মেসি কিংবা রোনালদোর ছায়া খোঁজা হচ্ছে।

তবে রকির মধ্যে মেসি বা পর্তুগিজ রোনালদোর নয়, তার মধ্যে অনেকে দেখছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো ‘ফেনোমেনন’–এর ছায়া। আর রকির স্বপ্ন নেইমারের সঙ্গে খেলা। এর আগেও অনেকের মধ্যে রোনালদোকে খোঁজা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কেউ আর সে মানে পৌঁছতে পারেননি।

এখন প্রশ্ন হচ্ছে, রকি কি পারবেন নিজেকে রোনালদো নাজারিওর মানে নিয়ে যেতে? সে প্রশ্নের উত্তর সময়ের হাতেই তোলা রইল। তবে বাস্তবতা হচ্ছে, কৈশোরেই নিজের ঝলক দেখিয়েছেন বলেই রকির নামের সঙ্গে জুড়ে গেছে রোনালদোর নাম।