সিরিয়ায় ইরানপন্থি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার জবাবে দেশটির পূর্বাঞ্চলে একাধিক বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্মকর্তারা। এই হামলায় ইরানপন্থি গোষ্ঠীর ১১ সদস্য নিহত হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বলেছে, বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর প্রায় ১টা ৩৮ মিনিটে সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা শহরের কাছে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর একটি ঘাঁটিতে একটি ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় এক মার্কিন সামরিক ঠিকাদার নিহত ও আরও একজন আহত হন। এছাড়া আহত হন আরও পাঁচ সেনা। ইরানের ড্রোন হামলা এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক বিমান হামলা উভয়ই বৃহস্পতিবার ঘটেছে।
খবরে বলা হয়েছে, উত্তরপূর্ব সিরিয়ার হাসাকাহ এর কাছে জোটের ঘাঁটিতে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী রাত ১টা ৩৮ মিনিটে ড্রোন হামলা চালায়। মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন, হামলায় যে ড্রোন ব্যবহার করা হয়েছে তার উৎপত্তি ইরানে। এই হামলা, ওয়াশিংটন এবং তেহরানের ভেতর বিদ্যমান উত্তেজনা আরো বৃদ্ধি করতে পারে বলে আশংকা করা হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। অস্টিন বলেন, ‘আমাদের সেনাদের ওপর হামলা চালানোর পর কেউ দায়মুক্তি পাবে না।’
মার্কিন জেনারেল জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে অবস্থান করা তাদের সেনাদের ওপর ইরান সমর্থিত গোষ্ঠী ২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৭৮ বার হামলা চালিয়েছে। তারা যদি আক্রমণ বন্ধ না করে তবে এই চলমান আগ্রাসন অব্যাহত থাকবে।