আতঙ্কে যুক্তরাষ্ট্রের জনগণ, মুখ খুললেন জো বাইডেন

তিন দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেছে দুটি ব্যাংক। নজিরবিহীন এ ঘটনায় দেশটির ব্যাংকখাতে শুরু হয়েছে চরম অস্থিরতা। ফলে বাধ্য হয়ে মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, ব্যাংকিং খাত নিরাপদ আছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। খবর সিএনএন ও রয়টার্স।

গতকাল সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ব্যাংকের গ্রাহকদের উদ্দেশ্যে জো বাইডেন বলেন, আমাদের ব্যাংক খাত নিরাপদ রয়েছে। মার্কিন নাগরিকরা নিশ্চিত থাকতে পারেন, আপনাদের আমানতও নিরাপদে রয়েছে। পাশাপাশি চলমান সংকট সামাল দিতে যা যা প্রয়োজন আমরা তা করব।

বাইডেন বলেন, গ্রাহকদের আমানত পুরোপুরি সুরক্ষিত থাকবে। তাদের কোনো ক্ষতি হবে না। দেশের ক্ষুদ্র ব্যবসার সম্পদও নিরাপদ। ব্যাংকগুলো আমানত বিমা তহবিলে যে ফি দেয় তা থেকেই গ্রাহকদের সব অর্থ পাওয়া যাবে।

এসভিপি ব্যাংক ও সিগনেচার ব্যাংক

বাইডেন আরও বলেন, পুরো ঘটনা কীভাবে ঘটেছে তার একটি পুঙ্খানুপুঙ্খ হিসাব নেব। একই সঙ্গে এ ধরনের ঘটনা আর কখনো ঘটবে না সেটাও নিশ্চিত করতে হবে।

এ সময় দায়ীদের জবাবদিহি করার ওপর গুরুত্বারোপ করে বাইডেন বলেন, আমার প্রশাসনে কেউ আইনের ঊর্ধ্বে নয়। তিনি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পর্ষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন।

মূলধন ঘাটতির মুখে পড়ে গত শুক্রবার আচমকাই সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ হয়ে যায়। এর তিন দিনের মধ্যেই বন্ধেল মুখে পড়ে দেশটির আরেকটি আর্থিক প্রতিষ্ঠান সিগনেচার ব্যাংক। তিনদিনের ভেতর দুই ব্যাংক বন্ধ হওয়ায় আতঙ্ক ছড়ায় পুরো যুক্তরাষ্ট্রে।