মানিকগঞ্জে পিকনিকের বাসে আগুন

মানিকগঞ্জে পিকনিকের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে বাসস্ট্যান্ডে এলাকার পৌর-মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে গাড়িতে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুল রউফ সরকার।

তিনি জানান, শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগ শিক্ষা সফরের জন্য একটি সেলফি বাসকে ভাড়া করে। সকাল ৯টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে থেকে বাসটি ছাড়ার কথা ছিল। বাসে সাউন্ড সিস্টেম ও জেনারেটর সেটিং করার সময় গাড়ির পেছনে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে। গাড়িতে লোকজন না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, গাড়ির সবকিছু পুড়ে যাওয়ায় গাড়ির মালিকের ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, সকাল ৭টা ৪০মিনিটের দিকে বাসস্ট্যান্ড এলাকার পৌর-মার্কেটের সামনে সেলফি পরিবহনে আগুন লেগেছে বলে খবর আসে। খবর পাওয়ার সাথে সঙ্গে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।