পরমাণু গবেষণা কেন্দ্রের ছাদ ধসে ১৬ শ্রমিক আহত

বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ধসে পড়েছে পরমাণু গবেষণা কেন্দ্রের ছাদ

১০ মার্চ, শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়ায় এলাকায় অবস্থিত পরমাণু কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম। তিনি বলেন, ভবনটির ১২ তলার ছাদে ঢালাইয়ের কাজ চলছিল। এমন সময় ছাদটি হঠাৎ ধসে পড়ে, এতে শ্রমিক আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পরমাণু কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম বলেন, ভবনটির কাজ আপাতত বন্ধ। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আশুলিয়া থানা এসআই সাদরুজ জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাশেদুল নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।