ব্রেকিং নিউজ: টিকিটে ভুল পতাকা, বিসিবির হাস্যকর ব্যাখ্যা

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। প্রায় ৬ বছর আগে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ২-১ হারে বাংলাদেশ। তবে এবার সিরিজ জিততে মরিয়া টাইগাররা। তবে এর মধ্যে বিসিবি ঘটিয়ে ফেলেছে আরেক কান্ড। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের জন্য যে টিকিট ছাপা হয়েছে, তাতে ধরা পড়ল বড় এক অসংগতি। পতাকা ব্যবহারে ভুল করে বসল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের পতাকা ঠিক থাকলেও ইংল্যান্ডের বদলে দেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যের পতাকার ছবি।

এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ খানিকটা দায় এড়িয়ে বলেছিলেন, ‘আমি এই মাত্রই জানতে পেরেছি এটা। কেন দিয়েছে, কারা দিয়েছে এই পতাকার ছবি, খোঁজ নিয়ে দেখছি।’

তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি ভুলকে উল্টো ঠিক দাবি করতে গিয়ে একটা আজব ও হাস্যকর ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা দেখেছি। এটা তো আসলে কোনো ভুল নয়।’

ব্যাখ্যা হিসেবে তিনি বলেন, ‘আমরা যদি আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের পতাকা ব্যবহার করতাম তাহলে ভুল বলা যেত। ইংল্যান্ডের ক্ষেত্রে যুক্তরাজ্যের পতাকা ব্যবহার করা যায়। এটি সাধারণ ব্যাপার।’

টিকিটের বিষয়ে বিসিবির এমন উদাসীনতা পুরনোই বলা যায়। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের খেলা সকাল ১০টায় শুরু হলেও টিকিটের গায়ে লেখা ছিল রাত ১০টা। এর আগে ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে সিরিজের টিকিটের গায়ে বাংলাদেশ বানানে ভুল দেখা যায়।