কথা রাখলেন প্রেমের টানে ছুটে আসা সেই মেক্সিকান তরুণী

মেক্সিকান তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেস। গত বছর প্রেমের টানে ছুটে এসেছিলেন জামালপুরে। শুধু তাই নয়, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছিলেন রবিউল ইসলামকে। তারপর প্রায় একমাস বাড়িতে অবস্থান করেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পরে নিজ দেশে ফিরে যান। কিন্তু যাওয়ার সময় কথা দিয়ে যান, দুদেশের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রুমানকে মেক্সিকোতে নিয়ে যাবেন তিনি। ভালোবাসা দিবসের আগেই সেই কথা রাখলেন এই মেক্সিকান তরুণী।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যুবক রবিউল হাসান রুমানকে অবশেষে নিয়ে গেছেন তার নিজ দেশে। শনিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা থেকে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর হয়ে মেক্সিকোতে পৌঁছান রুমান। এ সময় তাকে স্বাগত জানান স্ত্রী গ্লাডিস নাইলি। এক বছর পর ভালোবাসা দিবসের প্রাক্কালে ভালোবাসার মানুষকে কাছে পেয়ে আনন্দে ভাসছেন এ দম্পতি। রবিউল হাসান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

মেক্সিকো পৌঁছে রবিউল হাসান রুমান বলেন, ‘তিনদিন আগে ঢাকার হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর হয়ে মেক্সিকোতে পৌঁছেছি। বিমানবন্দরে আমাকে স্বাগত জানান স্ত্রী গ্লাডিস নাইলি টরিবিও মরালেস। বর্তমানে আমরা ভালো আছি। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

পারিবারিক সূত্র জানায়, ২০১৯ সালে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেসের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় রবিউল হাসান রুমানের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ২১ নভেম্বর বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে রুমানকে বিয়ে করেন ওই মেক্সিকান তরুণী। তারপর প্রায় একমাস বাড়িতে অবস্থান করেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পরে ফিরে যান নিজ দেশে। যাওয়ার সময় কথা দিয়ে যান, দুদেশের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রুমানকে মেক্সিকোতে নিয়ে যাবেন তিনি। অবশেষে তিনি তার কথা রেখেছেন।

ওই সময় রবিউল হাসান বলেছিলেন, তিনি ভালোভাবে ইংরেজিতে কথোপকথনের জন্য একজন দক্ষ বন্ধু খুঁজছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে গ্লাডিস নাইলি দেশে এলে এফিডেভিটের মাধ্যমে তাকে বিয়ে করেন।