যে কারণে সোনমের সিনেমা কিনতে চাচ্ছে না কেউ!

২০১৯ সালে সোনম কাপুরের সর্বশেষ ‘দ্য জোয়া ফ্যাক্টর’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এর পর দীর্ঘ বিরতিতে চলে যান তিনি। এরই মধ্যে গত বছর প্রথমবারের মতো মা হয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন— চলতি বছরই অভিনয়ে ফিরতে চান তিনি।

তবে মাতৃত্বকালীন বিরতি নেওয়ার আগে ‘ব্লাইন্ড’ নামে একটি সিনেমার শুটিং করেছিলেন তিনি। এটি মুক্তির মাধ্যমেই তার ফেরা সম্ভব ছিল। কিন্তু তার এ সিনেমাটি কিনতে আগ্রহ দেখায়নি কোনো ওটিটি প্ল্যাটফরম।

‘ব্লাইন্ড’ ২০১১ সালে মুক্তি পাওয়া একই নামের কোরীয় সিনেমার হিন্দি রিমেক এটি। ২০২০ সালের ডিসেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে ছবিটির শুটিং শেষ হয়। ছবিতে এক দৃষ্টিপ্রতিবন্ধী পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর।

কিছু দিন আগে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শিগগিরই ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে ছবিটি। কিন্তু নতুন খবর হলো— কোনো প্ল্যাটফরমই ছবিটি কিনতে আগ্রহ দেখায়নি।

বলিউড হাঙ্গামাকে ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ওটিটি বিক্রির জন্য প্রযোজক ‘ব্লাইন্ড’-এর মূল্য নির্ধারণ করেছিলেন ৪০ কোটি রুপি। মূলত এত বেশি দামের কারণেই ছবিটি কিনতে আগ্রহী হয়নি কেউ।

এর কারণস্বরূপ একটি সূত্র জানিয়েছে, আনন্দ আহুজাকে বিয়ের পর বেশিরভাগ সময় লন্ডনেই থেকেছেন সোনম কাপুর। দীর্ঘদিন বিটাউনে না থাকায় তারকা হিসেবে তার জনপ্রিয়তা কমেছে। এ ছাড়া ‘ব্লাইন্ড’ সিনেমায় সোনম ছাড়া তেমন চেনা কোনো তারকা নেই। ফলে এত দামে ছবিটি কিনতে চায় না কোনো প্ল্যাটফরমই।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, করোনার সময় ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে সরাসরি ওটিটিতে ছবি মুক্তি দেওয়ার চল শুরু হয়। প্রযোজকরাও প্রেক্ষাগৃহে মুক্তির ঝুঁকি না নিয়ে সরাসরি ওটিটি মুক্তি দিতে আগ্রহী হয়েছেন। কিন্তু এখন প্রেক্ষাপট বদলে গেছে। ওটিটি প্ল্যাটফরমের কর্তারা বুঝতে পেরেছেন, অনেক প্রযোজক যখনই বুঝতে পারেন তার ছবি হলে চলবে না, তখনই ওটিটিতে মুক্তি দিয়ে লাভ করতে চান। কিন্তু ওটিটিগুলো এখন আর এই ফাঁদে পা দিতে চায় না। তাদের বক্তব্য— আগে হলে মুক্তি পাক, তার পর দেখা যাবে। এখন বেশিরভাগ ছবির দাম নির্ধারিত হয় হলে কতটা চলল, সেই অনুযায়ী।