কাতারে দুর্ঘটনায় ৪ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

উপসাগরীয় দেশ কাতারে এক ম;র্মা;ন্তি;ক সড়ক দু;;র্ঘ;ট;না;য় চার প্রবাসী চার বাংলাদেশির মৃ;ত্যু হয়েছে। নিহত ঐ ৪ বাংলাদেশির মধ্যে ২ জনের বাড়ি নারায়ণগঞ্জে, ১ জন মৌলভীবাজারের শ্রীমঙ্গল, অপর ১ জন ব্রাহ্মণবাড়িয়া বাসিন্দা।

স্থানীয় সময় ১৩ জানুয়ারি ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়ে রোডে গাড়ি নি;য়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পিছন থেকে ধা;;;ক্কা দিলে ঘটনাস্থলে ২ জন মৃ;;ত্যু;বরণ করেন।

হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃ;;;ত্যু হয়। গু;রু;ত;র আ;হ;ত আরো দুইজন বাংলাদেশি হাসপাতালে ভর্তি আছেন।

নি;;হ;;ত চারজন হলেন- মৌলভীবাজার শ্রীমঙ্গলের মোহাম্মদ রাহাত, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জের মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ মাতব্বর।

নি;হ;ত তিনজনের লা;;;শ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোহাম্মদ রাহাতকে স্থানীয় সময় শনিবার কাতারের আবু হামুর ক;বরস্থানে দা;ফ;ন করা হয়েছে।

গু;;রু;ত;র আ;হ;ত দুইজন মোহাম্মদ জামাল উদ্দিন ও হাবিবুর রহমান আপু স্থানীয় দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আ;হ;ত দুইজনের বাড়ি নারায়ণগঞ্জ। এই ৪ জনের মৃ;;ত্যু;তে পরিবার, আত্মীয়স্বজন ও কাতার কমিউনিটিতে নেমে এসেছে শো;;কে;র ছায়া।

কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. মুস্তাফিজুর রহমান নি;;হ;;ত তিনজনের লা;;শ দ্রুত দেশে পরিবারের কাছে প্রেরণে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান ।