আইপিএলে ম্যাচ না খেলেও ১৬ কোটি পাবেন পন্থ!

গত বছরের ৩০ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন ভারতীয় তারকা ক্রিকোটর ঋষভ পন্থ। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি সেখানেই ভর্তি রয়েছেন।

পুরোপুরি সুস্থ হতে কত দিন সময় লাগবে তা এখনো স্পষ্ট করে জানায়নি বোর্ড। চিকিৎসকরা জানিয়েছেন, ব্যাট হাতে মাঠে নামতে হলে ৬ সপ্তাহ সময় লাগবে পন্থের।

তাই এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএলে ঋষভ পন্ধের খেলার সুযোগ কম। আইপিএলের আসন্ন আসরে পন্থ যদি একটি ম্যাচও না খেলেন তাহলে দিল্লি ক্যাপিটালসের এই অধিনায়ক কি পুরো পারিশ্রমিক ১৬ কোটি টাকা পাবেন?

এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নিয়ম হলো- বিসিসিআইয়ের সঙ্গে বার্ষিক চুক্তি থাকা কোনো ক্রিকেটার যদি চোট পেয়ে আইপিএল খেলতে না পারেন, তাহলে বোর্ডের তরফে তাকে সেই টাকা দেওয়া হয়। দিল্লি ক্যাপিটালস পন্থের বদলে কাউকে সই করাতে পারে।

শুধু আইপিএলের পারিশ্রমিকই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তিতে গ্রেড ‘এ’-তে রয়েছেন পন্থ। বছরে বোর্ডের কাছ থেকে ৫ কোটি টাকা পান তিনি। সেই টাকাও পাবেন পন্থ।