বইয়ে উঠে এলেন প্রয়াত গিটার জাদুকর নিলয় দাশ

প্রয়াত গিটার জাদুকর নিলয় দাশকে ভালোবেসে সবাই নিলয় দা বলেই ডাকেন। আর এই নামেই তাকে নিয়ে লেখা হয়েছে একটি বই। লিখেছেন হক ফারুক ও মিলু আমান। তাদের সংকলন ও সম্পাদনায় ‘নিলয় ’দা’ শিরোনামে বইটি প্রকাশিত হবে।

বইয়ে নিলয় দাশকে নিয়ে স্মৃতিচারণ করেছেন-ফোয়াদ নাসের বাবু, ইব্রাহিম আহমেদ কমল, বাবনা করিম, ফুয়াদ ইবনে রাব্বি, সাঈদ করিম, রেজাউল রাসেল, হাসান তৌহিদুর রহমান (রুমী রহমান) ও মিলু আমান। নিলয় দাশের দুটি সাক্ষাৎকারও সংকলিত হয়েছে এতে। যেগুলো নিয়েছিলেন আশীকুজ্জামান টুলু এবং নাসির কায়সার।

বইয়ে নিলয় দাশের জীবনী লিখেছেন হক ফারুক। আরও আছে নিলয় কিছু ক্যামেরাবন্দি হওয়া মুহূর্ত, প্রকাশিত অ্যালবামের ছবি ও সম্পূর্ণ ডিসকোগ্রাফি।

বইটি নিয়ে হক ফারুক বলেন, ‘আশির দশকে নিও ক্লাসিক্যাল, ফ্ল্যামেনকো, জ্যাজ, ব্লুজ এবং রক ধারার বাংলা সংগীতে নিলয় দা এমন কিছু সুরের সম্মিলন ঘটিয়েছিলেন, যা সে সময়ে এক বিস্ময়! সবার প্রিয় নিলয় দা ছিলেন গিটারিস্টদেরও গিটারিস্ট। পরবর্তী সময়ে দেশের খ্যাতনামা অনেক গিটারিস্টের সংগীত গুরু ছিলেন তিনি। অনেকে তার কাছ থেকে শিখে ও দেখে গিটারে সিদ্ধহস্ত হয়েছিলেন।’

তিনি আরও যোগ করেন, ‘এই বইয়ের মধ্য দিয়ে আমরা নিলয় দাশকে আরেকটু বিশেষভাবে জানবার প্রয়াস চালিয়েছি। নতুন প্রজন্ম এই বইয়ের মধ্যে দিয়ে নতুনভাবে তাকে আবিষ্কার করবেন।’

বইটির প্রচ্ছদ এঁকেছেন গীতিকার নিয়াজ আহমেদ অংশু। প্রচ্ছদে ব্যবহৃত ছবি তুলেছেন ইমতিয়াজ আলম বেগ। আসছে বইমেলায় আজব প্রকাশ থেকে এটি প্রকাশিত হবে। তার আগে ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রি-অর্ডার।

উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম সেরা গিটারিস্ট নিলয় দাশ ২০০৬ সালের ১১ জানুয়ারি চট্টগ্রামের সেন্টার পয়েন্ট হাসপাতালে পরলোক গমন করেন। নতুন প্রজন্মের কাছে এখন তিনি প্রায় বিস্মৃত।