ইংল্যান্ডের বিপক্ষে টি-২০তে কোচ থাকছেন শ্রীরাম

ভারতের বিপক্ষে ওয়ানডে আর টেস্ট সিরিজ শেষ হতেই দেশে ফিরে গিয়েছিলেন সদ্য সাবেক বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। অবশেষে দায়িত্ব থেকেই সরে দাঁড়িয়েছেন এই দক্ষিণ আফ্রিকান। প্রশ্ন দাঁড়িয়েছে, তার অনুপস্থিতিতে ইংল্যান্ড সিরিজে কে সামলাবেন দলের দায়িত্ব।

জানা গেছে, ওয়ানডে ও টেস্টে নতুন কোচ খোঁজা হলেও টি-২০ তে ইংল্যান্ড সিরিজে দায়িত্বে থাকবেন প্রধান টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম। ওইদিকে হেড কোচ হতে পারেন এমন একজন, দলের সাথে যার সম্পৃক্ততা বেশি এবং শক্ত ও কঠিন ব্যক্তিত্ব আছে।

শোনা যাচ্ছে, হেড কোচ হিসেবে অস্ট্রেলিয়ান কাউকে খোঁজা হচ্ছে। এমনকি জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ফিরিয়ে আনার চিন্তাও নাকি চলছে। তবে শ্রীরাম ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাাচের টি-টোয়েন্টি সিরিজে দলের সাথে কাজ করবেন।

গতকাল ঘোষিত হয়েছে বাংলাদেশ আর ইংল্যান্ডের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ। আগামী ৯ , ১২ ও ১৪ মার্চ হবে ওই তিন ম্যাচ। তারও ১৫ দিন পর এপ্রিলের একদম শুরুতে মাঠে গড়াবে আইপিএল।

আইপিএলে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাথে প্রধান সহকারী কোচ হিসেবে চুক্তিবদ্ধ শ্রীরাম। তাই আইপিএলের সময় খেলা পড়লে আয়ারল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজে শ্রীরামের সার্ভিস পাবে না টিম বাংলাদেশ।