বিশ্বকাপ ফাইনালের আগেই দুঃসংবাদ

রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আজ রাত ১ টায় মরক্কো-ফ্রান্স ম্যাচে ফাইনালের অপর দল ঠিক হবে। তবে ফাইনাল ম্যাচের আগেই দুঃসংবাদ। লুসাইল স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।

তিন দিন হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লুসাইল স্টেডিয়ামের নিরাপত্তা কর্মী জন এনজাও কিবুয়ে।

২৪ বছর বয়সী কিবুয়ে কেনিয়ার নাগরিক। তার বোন আন ওয়ানজিরু জানান, স্টেডিয়ামের ৮তলা থেকে পরে তার ভাই গুরুতর আহত হন।

বুধবার কাতার বিশ্বকাপের আয়োজক কর্তৃপক্ষ ‘সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগ্যাসি’ জানায়, মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জন এনজাও কিবুয়ে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, তিনদিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পর, মেডিকেল টিমের প্রচেষ্টা সত্ত্বেও, ১৩ ডিসেম্বর মঙ্গলবার তিনি হাসপাতালে মারা যান।’

প্রসঙ্গত, বিশ্বকাপ চলাকালে খালিদ-আল-মিসলাম, রজার পিয়ার্স ও গ্রান্ট ওয়াল নামের তিনজন সাংবাদিকের মৃত্যু হয়েছে। মার্কিন সাংবাদিক ওয়ালকে হত্যা করা হয়েছে বলে দাবি তার ভাই এরিক।