ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ফুটবল খেলা শেষ হওয়ার পর নগরীতে এক ব্রাজিল সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সোয়া ১২টার দিকে নগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য আব্দুল কুদ্দুশ অভিযোগ করে বলেন, এলাকায় তারা ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত। শুক্রবার রাতে ব্রাজিল-ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর একদল যুবক আকস্মিকভাবে তার বাড়িতে হামলা করে। উৎশৃঙ্খল যুবকরা তার বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশের পর জিনিসপত্রও ভাঙচুর করে। এ ঘটনায় তার পরিবারের রিফাত ও রায়হান নামের দুই কিশোর আহত হয়েছেন। আহতদের রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীরা আর্জেন্টিনার সমর্থক বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
আরএমপির রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, অভিযোগ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ওই সময় ঘটনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। অভিযোগ তদন্ত করা হচ্ছে।
দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
এদিকে নগরীতে আরও দুটি স্থানে ব্রাজিল সমর্থকরা আক্রান্ত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে তারা কেউই থানায় অভিযোগ করেননি।