রাজধানীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন থানার দায়ের হওয়া মামলায় দলটির ১১ জন নেতাকর্মীকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিএনপির ১১ জন নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
রিমান্ডে নিতে চাওয়া বিএনপি নেতাকর্মীরা হলেন—এ কে এম আমিনুল ইসলাম, শাহজাহান, ওয়াকিল আহমেদ, সজীব ভূঁইয়া, সারোয়ার হোসেন শেখ, সাইদুল ইকবাল মাহমুদ, মিজানুর রহমান, আল-আমিন, সাইফুল, শুভ ফরাজি ও মাহমুদ হাসান রনি।
ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।