বাংলাদেশ-ভারত দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। ১৯তম ওভারে ৬৯ রানেই নেই ৬ উইকেট। সে অবস্থা থেকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আর আগের ম্যাচের নায়ক মেহেদি হাসান মিরাজ। সেখান থেকে দলকে টেনে তুলে দলীয় ২০০ রান পার করলেন এই দুই ব্যাটার।
বাংলাদেশের জন্য লড়াকু সংগ্রহ দাঁড় করানো তো দুরের কথা শতক হবে কিনা সেটাই হয়ে উঠে বড় চ্যালেঞ্জ। দু’জনেই শক্ত হাতে দলের হাল ধরে দলীয় রান বাড়ানোর পাশাপাশি তুলে নিলেন নিজেদের ফিফটিও।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৪ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ৬৬ রান ও মেহেদি হাসান মিরাজ ৬৬ রানে ব্যাট করছেন।
দলকে আজও টেনে তুললেন মেহেদী হাসান মিরাজ। তাকে দারুণ সঙ্গে দিচ্ছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। সপ্তম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি গড়েছেন তারা। এরই মদ্যে নিজের ফিফটিও তুলে নিলেন মিরাজ। তার ৫০ ও মাহদুউল্লাহর ৪৩ রানের ইনিংসে ভর করে এগোচ্ছে বাংলাদেশের ইনিংস। সপ্তম উইকেটে এই জুটি ৮০ রান তুলে দারুণ প্রতিরোধ গড়েছে। তাতে বাংলাদেশের সংগ্রহ দেড়’শ কাছাকাছি পৌঁছে গেছে।
এর আগে ওয়াশিংটন সুন্দরের বল স্লগ সুইপ করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন সাকিব আল হাসান। বল উঠে যায় উইকেটের পেছনে। শিখর ধাওয়ান হাত ফসকে পড়ে যাওয়া ক্যাচটা লুফে নেন। সাকিব আউট হন, তার আগে ব্যাট থেকে আসে ২০ বলে ৮ রান। তারপরই আউট হন মুশফিক। আফিফও আসা যাওয়ার মাঝে উঠলেন, বোল্ড হলেন আর ফিরলেন। বাংলাদেশ ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পরে।
শুরুতে এনামুল হক বিজয়ের পর সিরাজের শিকারে পরিণত হন লিটন দাস। ৯ ওভার ২ বলের মাথায় সিরাজের বলে সরাসরি বোল্ড আউট হয়ে ফিরেন লিটন দাস। তার আগে করেন ২৩ বলে ৭ রান। এর আগে ১ ওভার ৪ বলের মাথায় মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিই হয়ে সাজঘরে ফিরেন বিজয়। করেন ৯ বলে ১১ রান।
গতিতে বেশ ভোগাচ্ছেন উমরান মালিক। সাকিব আল হাসানের হেলমেটে লাগে, পাঁজরে লাগে, তবে উইকেট দেননি। সাকিব পারলেও নাজমুল হোসেন শান্ত পারেননি। ১৫১ কিলোমিটার গতিতে আসা উমরানের বল শান্তর অফ স্টাম্প উপড়ে ফেলে। লিটনের পর সাকিবের সঙ্গে জুটি গড়ে ভালো ইনিংসের সম্ভাবনা দেখাচ্ছিলেন শান্ত। ২১ রানে থেমে যায় তার ইনিংসও। তার ৩৫ বলের ইনিংসটি সাজানো ছিল ৩ চারের মারে।
আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। স্পিন উইকেটের সুবিধা নিতে হাসান মাহমুদের বদলে দলে ঢুকেছেন নাসুম আহমেদ। অপর দিকে দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামলো ভারত।
বুধবার মিরপুর স্থানীয় সময় বেলা ১২টায় শুরু হবে ম্যাচটি। শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। স্বভাবতই ফিল্ডিংয়ে ভারত।
এই ম্যাচে নামার আগে বেশ চাঙ্গা রয়েছে বাংলাদেশ। এদিকে প্রথম ম্যাচে হারের পর অবশ্য কিছুটা ব্যাকফুটে রয়েছে ভারতীয় দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান অবশ্য আশাবাদী এ ম্যাচে দল ঘুরে দাঁড়াবে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে ধাওয়ান বলেন, ‘এটা নতুন শুরু। আমরা ম্যাচটির দিকে তাকিয়ে আছি। অনেক ইতিবাচক আছি এ ব্যাপারে। ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে আছি আমরা। আশা করি আমরা ভালো কিছু করে দেখাবো।’
অন্যদিকে, প্রথম ওয়ানডেতে ইনজুরির কারণে দলে ছিলেন না তাসকিন আহমেদ। তবে স্বস্তির কথা হচ্ছে, পিঠের ব্যথা থেকে মুক্তি পেয়ে অনুশীলনে ফিরেছেন এই পেসার। তবে টিম ম্যানেজমেন্ট এখনই তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না।
সে হিসেবে প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। সুতরাং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আজও লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। বাদ বাকি সবাইও থাকছেন যার যার দায়িত্বে।
উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের নবম উইকেটে অনবদ্য ৫১ রানের জুটিতে ভর করে ১ উইকেটে জিতেছিল বাংলাদেশ। তাতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।