রোনালদোকে হাজার কোটির প্রস্তাব দিলো এশিয়ার ক্লাব

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা, এবার কোথায় যাবেন রোনালদো? এর মধ্যে গুঞ্জন উঠেছিল, এশিয়ার একটি ক্লাব রোনালদোকে কিনতে আগ্রহী। পর্তুগিজ তারকার জন্য শত মিলিয়ন ডলার খরচ করতেও রাজি তারা।

এমন গুঞ্জনে সবার চমকে উঠার কথা। তবে জানা গেছে, এটা মোটেই গুঞ্জন নয়, আসলেই রোনালদোকে কিনতে শত মিলিয়ন ডলারের অফার করেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। তারা রোনালদোকে কিনতে ২৪২ মিলিয়ন ডলার খরচ করতে প্রস্তত। বাংলাদেশী টাকার যার পরিমাণ ১৮৩৭ কোটি টাকা।

জানা যায়, রোনালদোকে কিনতে ইতিমধ্যেই চেলসি, ইন্টার মিলান, এসি মিলানের মতো দলগুলো আগ্রহ দেখিয়েছিল। কিন্তু কেউই কোনো চুক্তির অঙ্ক দেয়নি। এই সুযোগে আল নাসের ৩৭ বছরের তারকা ফুটবলারের সঙ্গে তিন বছরের চুক্তি করতে আগ্রহী বলে জানাচ্ছে আমেরিকার এক সংবাদমাধ্যম।

পরে বিষয়টি নিশ্চিত করেছে শীর্ষ স্প্যানিশ গণমাধ্যম মার্কা সহ সৌদি ও ইউরোপের কয়েকটি গণমধ্যম। তবে রোনালদো সেই চুক্তিতে আগ্রহী কি না তা জানতে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানা গিয়েছে। রোনালদোর এজেন্ট জর্জ মেন্দেস চাইছেন সব আগ্রহী ক্লাবের চুক্তি দেখে সিদ্ধান্ত নিতে।

এর আগেও এবার গ্রীষ্মে যখন দলবদল হচ্ছিলো, সেই সময় আল নাসের রোনালদোকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু সেই সময় ম্যানইউ তাকে ছাড়েনি। পরবর্তী সময় রোনালদোকে সেভাবে ব্যবহার করতে দেখা যায়নি টেন হ্যাগকে। তাঁর সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক যে ভালো নয় তা স্বীকার করেছেন পর্তুগিজ তারকাও।

এক সাক্ষাৎকারে কোচ সম্পর্কে রোনালদো বলেছিলেন, “যদি তুমি আমাকে সম্মান না করো, তা হলে আমিও তোমাকে সম্মান করব না। আগে ফুটবলারদের সম্মান করো। তা হলে তোমাকেও ফুটবলাররা সম্মান করবে।

কোচ এরিক টেন হ্যাগ সম্পর্কে এমন কিছু কথার পর রোনালদোকে ইউনাইটেডে রাখা হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কোচ এবং ক্লাবের কর্তারা নিজেদের মধ্যে কথাও বলেন তাকে নিয়ে। শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে নামার ৪৮ ঘণ্টা আগে ক্লাবহীন হয়ে যান রোনালদো। তার পর থেকেই আলোচনা শুরু হয় তার পরবর্তী গন্তব্য নিয়ে।