শপথ নিলেন কাজাখস্তানের নতুন প্রেসিডেন্ট

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কাসেম জমরাত তোকায়েব। শনিবার দেশটির রাজধানী আস্তানার প্যালেস অব ইন্ডিপেনডেন্সের গ্র্যান্ড হলে শপথ নেন তিনি। এ সময় তিনি তার দায়িত্ব গ্রহণ করেন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশের জনগণের প্রতি আনুগত্য প্রকাশ করে রাষ্ট্রের প্রধান হিসেবে শপথের মাধ্যমে দায়িত্ব নিয়েছেন তোকায়েব।

প্রথম ভাষণে তোকায়েব বলেন, এক মাসে অনুষ্ঠিত নির্বাচন একটি দেশপ্রেমিকদের বিজয় ছিল। এ নির্বাচনের ফলাফলে আমার রাজনৈতিক দল এবং আমাদের করা পরিকল্পনা বাস্তবায়নের প্রতি বিশ্বাস রাখতে দেখা গেছে।

তিনি আরো বলেন, জনগণের সমর্থন নিয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেয়া উপভোগ্য এবং সর্বোচ্চ সম্মানের।

তোকায়েব বলেন, আমি সবার ওপরে রাষ্ট্রের স্বার্থ দেখব এবং মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

বৈদেশিক নীতির ব্যাপারে তোকায়েব বলেন, আমার প্রশাসন রাশিয়া ও চীনসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বিত লাভজনক বিনিময় ও কৌশলী অংশীদারিত্বের দিকে গুরুত্ব দেবে।

বক্তব্যে তোকায়েব গ্রামীন এলাকায় উন্নয়নের উদ্যোগ নেয়ার ঘোষণা করেন। তিনি অবৈধভাবে তোলা রাষ্ট্রীয় সম্পদ ও রাজনৈতিক আধুনিকরণ ফেরত আনার অঙ্গীকার করেন।

বক্তব্যের পর ১৪ জানুয়ারিতে কাজাখস্তানের সিনেট নির্বাচনের ডিক্রিতে স্বাক্ষর করেন নতুন প্রেসিডেন্ট তোকায়েব।

গত ২২ নভেম্বর অনুষ্ঠিত কাজাখস্তানের নির্বাচনের পর তোকায়েবকে বিজয়ী ঘোষণা করেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি।