সাভারে সেটেলমেন্ট অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় আনোয়ার হোসেন নামে এক নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন। এ ঘটনায় সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় উপজেলা সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ৮টার দিকে সাভারের আলমনগর হাউজিংয়ের ভেতরে উপজেলা সেটেলমেন্ট অফিসে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তৃতীয় তলায় রাখা বিভিন্ন কাগজপত্র পুড়ে গেছে।
ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় নিরাপত্তা কর্মী আনোয়ার হোসেন দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত করে পরে জানানো হবে।