রাঙ্গামাটিতে আগুনে ১৭টি বসতঘর পুড়ে গেছে। শনিবার দুপুরে শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। পরে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগেই ১৭টি ঘর পুড়ে গেছে।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচারক মো. দিদারুল আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে সাত মালিকের ১৭টি ঘর পুড়ে গিয়ে প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।