জামালপুরের সরিষাবাড়িতে আর্জেন্টিনা সমর্থকদের পাঁচটি গরু জবাইয়ের ঘোষণা দেওয়ার একদিন পর এবার ১০টি গরু জবাই করে ভোজের আয়োজনের ঘোষণা দিয়েছেন ব্রাজিল সমর্থকরা।
সরিষাবাড়ীতে আর্জেন্টিনা সমর্থকদের পর আয়োজক কমিটির সদস্য আবির হাসান ব্রাজিলের সমর্থকরা নানা বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। এ শোভাযাত্রা থেকে বিষয়টি ঘোষণা করা হয়। ব্রাজিল চ্যাম্পিয়ন হলে ১০টি গরু জবাই করে ভোজের আয়োজন করা হবে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ী পৌরসভার অনার্স কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েকশ ব্রাজিল সমর্থক অংশ নেন।
আয়োজক কমিটির সদস্য আবির হাসান বলেন, শুক্রবার আর্জেন্টিনার সমর্থকরা ঢোল বাজিয়েছে, সেটা ঢোল না, ওইটা তাদের কলিজায় লেগেছে। তাই তিনি ঘোষণা করেন ব্রাজিল চ্যাম্পিয়ন হলে তারা দশটা গরু জবাই করে ভোজের আয়োজন করবো।
মোহসীন হক সাফা নামে এক ব্রাজিল ভক্ত বলেন, ছোটকাল থেকেই তিনি ব্রাজিলের খেলা পছন্দ করেন। কারণ ব্রাজিল হচ্ছে বিশ্বের এক নম্বর দল। ব্রাজিলের টিম স্পিরিট কোনো টিমের মতোই না। ব্রাজিলের একটা খেলোয়াড় না, সবগুলো খেলোয়াড়ই ভালো। তারা জেতার জন্য দলগতভাবে খেলে।
এছাড়া আরো অনেকেই বলেন, এবারের বিশ্বকাপে ব্রাজিল একমাত্র সেরা দল। বর্তমানে এ দলের ধারে কাছেও কেউ নেই। তাই এ বিশ্বকাপ অবশ্যই ব্রাজিলের ঘরে উঠবে বলেও জানান তারা।