‘হেল্পিং ম্যান অ্যান্ড বয়েজ’ স্লোগানে দেশে পালিত হচ্ছে এবারের ‘বিশ্ব পুরুষ দিবস’। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচি পালন করছে এইড ফর মেন ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে রাজধানীতে আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে বাইসাইকেল শোভাযাত্রা হয়েছে।
শনিবার সকালে শিল্পকলা একাডেমি থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমির দ্বিতীয় গেটে গিয়ে শেষ হয়। নারী নির্যাতন ও যৌতুক মামলায় তদন্ত ছাড়া গ্রেফতার বন্ধের দাবিতে এ শোভাযাত্রার আয়োজন করে ফাউন্ডেশনটি।
শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। এছাড়া উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব ও চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন, ক্যাম্পাস পত্রিকার প্রধান সম্পাদক ড. এম হেলাল, জাতীয় দাবা খেলোয়াড় এনায়েত হোসেন, ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম প্রমুখ।
এইড ফর মেন ফাউন্ডেশনের উদ্যোগ শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমির সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও টি-শার্ট প্রদান করা হয়।