আর্জেন্টিনার পতাকার রঙে বসতঘর রাঙালেন তিনি

শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। কাতারে অনুষ্ঠিত এই বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যেই সারাবিশ্বে ফুটবল প্রেমীদের মধ্যে ঢেউ লেগেছে।

পছন্দের দেশ ও খেলোয়াড় নিয়ে চলছে নানা আয়োজন। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। সেই তালিকায় নাম লেখালেন চাঁদপুরের ফরিদগঞ্জের আব্দুর রহমান ভান্টি।

ঘরটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের বাসিন্দা আর্জেন্টিনার সমর্থক আব্দুর রহমান ভান্টি তার চৌচালা টিনের ঘর আর্জেন্টিনার পতাকার রংয়ে রঙ করে আলোচনায় উঠে এসেছেন। প্রতিদিন দলে দলে লোকজন আসছেন তার ঘরটি দেখতে।

উপজেলার ঘনিয়া গ্রামের বাচ্চু বেপারীর ছেলে আর্জেন্টিনার ভক্ত আব্দুর রহমান ভান্টি পেশায় রং মিস্ত্রী। তার নিজের ঘর আর্জেন্টিনার পতাকার রঙে রং করাসহ ফুটবলের সুপারস্টার মেসির ছবি এঁকে এলাকায় সাড়া ফেলেছেন। বাড়িটি এখন আর্জেন্টিনার বাড়ি বলে পরিচিত।

ফুটবলপ্রেমী আব্দুর রহমান ভান্টি দুই ভাই এক বোনের মধ্যে মেজো। তিনি মানুরী ফাজিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে। প্রবল ইচ্ছে থাকলেও পরিবারের দৈন্যতার কারণে পড়াশোনায় সামনে এগুতে পারেনি। পরিবারের অর্থনৈতিক হাল ধরতে রং মিস্ত্রী পেশায় কর্ম শুরু করেন। তার কষ্টে অর্জিত টাকা থেকে পরিবারের ব্যয় শেষে অল্প অল্প করে জমিয়ে তাদের টিনের বাড়িকে রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার আদলে। যার মাঝখানে রয়েছে বাংলাদেশের পতাকা, ফুটবল তারকা মেসি ও তার নিজের ছবি।

আর্জেন্টিনা দলকে শুধু ভালোবেসে ঘরের রং করেছেন এমন নয় আর্জেন্টিনার খেলার দিন এলাকার আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে বড় পর্দায় খেলা দেখার আয়োজনের পরিকল্পনাও ভান্টির।

ফুটবলপ্রেমী আব্দুর রহমান ভান্টি বলেন, ফুটবলের জাদুকর ম্যারাডোনার নাম বাবার মুখে শুনেছি। সে থেকেই অনলাইনে নিয়মিত ম্যারাডোনার পুরোনো খেলাগুলো দেখি এবং আর্জেন্টিনার ভক্ত হয়ে পড়ি। বেশি ভালোবাসি আর্জেন্টিনা তারকা ফুটবলার মেসিকে। তার ভালোবাসা থেকেই নিজে কাজ করে কিছু কিছু টাকা জমিয়ে আমাদের বসতরত টিনের ঘর করে আর্জেন্টিনা পতাকার আদলে রং করেছি।