শিল্পীদের মধ্যে আলোচনায় থাকার একটা প্রবণতা কাজ করে অনেকের মধ্যে।আবার কোনো কোনো ট্রল অভিনেতা-অভিনেত্রীরা অনেক সময় উস্কে দেন।আবার এমনও দেখা যায় যে, এক শিল্পী অন্য শিল্পীকে খোঁচা দিয়ে আলোচনার খোরাক হন।
ফেসবুক ইনস্ট্রার এই জামানায় এগুলো দর্শকদের নজর এড়ায় না।
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এবার পোশাক নিয়ে ‘কটাক্ষ’ করলেন ছোটপর্দার জনপ্রিয় কৌতুক অভিনেতা সিদ্দিকুর রহমান। জয়াকে শালীনতা শেখাতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জয়া আহসানের একটি ছবি আপলোড করে লিখেছেন, ‘শালীনতা (ইংরেজি: “Modesty”, উচ্চারণ: মডেস্টি) হলো পোশাক ও আচরণের ধরন, যার উদ্দেশ্য হলো— অপরকে শারীরিক বা যৌন আকর্ষণে উৎসাহিতকরণ থেকে বিরত থাকা। তবে এর মানদণ্ডের বিভিন্নতা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এ ক্ষেত্রে বলা যায় যে, শরীরের নির্দিষ্ট কিছু অংশ ঢেকে না রাখাকে অনৈতিক ও অশালীন বলে বিবেচিত হয়’।
তিনি আরও লিখেছেন, ‘অনেক দেশে, নারীদের পূর্ণরূপে পোশাকে আবৃত রাখা হয়, যেন পুরুষেরা তাদের দ্বারা আকর্ষিত না হন এবং তাদের জন্য পরিবারের সদস্য ছাড়া অন্য পুরুষদের সঙ্গে কথা বলা নিষিদ্ধ। আবার যেখানে বিকিনি পরার প্রচলন স্বাভাবিক, সেখানে এক টুকরো কাপড় পরাও শালীন বলে বিবেচিত হয়’।
জনপ্রিয় এ অভিনেতা আরও জানান, ‘পৃথিবীর অধিকাংশ দেশেই লোকসম্মুখে নগ্নতাকে অভদ্র শরীর প্রদর্শন মনে করা হয়। মাঝে মাঝে কিছু ছবি আমার মনকে খারাপ করে দেয়। আমরা আসলে কি করতে চাই…? আমাদের কি করা উচিত …? সেটি নিয়ে আমাদের আরও বেশি বেশি করে ভাবতে হবে, তা না হলে সমাজ ও জাতি আমাদের কাছ থেকে কি পাবে বলুন’?
তিনি জয়াকে আরও জানান, শিল্পী হিসেবে জন্ম নিয়ে সমাজ ও জাতিকে যদি কোনো কিছু দিতে না পারি, তা হলে বেঁচে থাকার সার্থকতা কোথায় বলুন? আল্লাহপাক সবাইকে হেদায়েত করুন। আমিন…’
এর আগে গত ১১ নভেম্বর ‘মিসেস বাংলাদেশ’ অনুষ্ঠানের পর অভিনেতা মীর সাব্বিরের ওপর পোশাক নিয়ে কটাক্ষের অভিযোগ আনেন উপস্থাপিকা ‘ইসরাত পায়েল’।